Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্বতি

সেবা প্রদানের সময়সীমা

০১

কৃষক সমবায় সমিতি গঠন

সমিতি নিবন্ধনে সহায়তা দান, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুজি গঠনে সহায়তা দান, কৃষি উন্নয়নে ঋন সহায়তা প্রদান, কৃষকদের নেতৃত্ব বিকাশে সহায়তা দান।  

আবেদনের ০৭ দিনের মধ্যে ঋন সহায়তা প্রদাণ ।

০২

মহিলা বিত্তহীন সমবায় সমিতি গঠন (মহিলা উন্নয়ন)

সমিতি নিবন্ধনে সহায়তা দান ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুজি গঠনে সহায়তা দান। দারিদ্র বিমোচনের লক্ষ্যে ঋন সহায়তা দান। নারীদের মর্যাদা ত্ত নেতৃত্ব বিকাশে সচেতনতা সৃষ্টি।

০৩

পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচী (পদাবিক)

অনানুষ্ঠানিক দল গঠন ত্ত স্বীকৃতি প্রদান, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুজি গঠনে সহায়তা প্রদান, দারিদ্র বিমোচনের লক্ষ্যে নারী/পুরুষদের সংগঠিত করা ত্ত ঋন সহায়তা প্রদান করা। 

০৪

সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক)

০৫

পল্লী প্রগতি প্রকল্প

০৬

আদর্শ গ্রাম উন্নয়ন 

আবাসনের ব্যবস্থা করে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা।

০৭

অসচ্ছল মুক্তিযোদ্ধা ত্ত তাদের পোষ্যদের আত্ন কর্মসংস্থান প্রকল্প

অসচ্ছল মুক্তিযোদ্ধা ত্ত তাদের পোষ্যদের পেশা ভিত্তিক প্রশিক্ষন প্রদান ত্ত কর্মসংস্থানের জন্য ঋন সহায়তা প্রদান।

০৮

একটি বাড়ি একটি খামার প্রকল্প

প্রতিটি অভিষ্ট্য পরিবারকে মানব ত্ত অর্থনৈতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে টেকসই আর্থিক কার্যক্রমের একক হিসেবে গড়ে তোলা এবং ২০১৫ সালের মধ্যে দারিদ্র ২০% এ নামিয়ে আনা।